ব্যাংক পরিচালনা পর্ষদ ও সহায়ক কমিটির সভায় পরিচালকদের মতামত ও ভিন্নমত (নোট অব ডিসেন্ট) যথাযথভাবে লিপিবদ্ধ করতে এবার বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (৪ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের– ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদ ও কমিটির সভায় আলোচিত এজেন্ডা বা বিষয়ে কোনো পরিচালক দ্বিমত পোষণ করলে বা ব্যতিক্রমী মতামত প্রদান করলে, তা সভার কার্যবিবরণীতে বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করতে হবে। একইভাবে, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের পক্ষ থেকে দেওয়া মতামত বা পর্যবেক্ষণও সভার কার্যবিবরণীতে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।
নতুন নির্দেশনায় যা বলা হয়েছে
বোর্ডে আলোচনা ও মতামত লিপিবদ্ধ: সভায় উপস্থাপিত এজেন্ডার ওপর পরিচালকদের আলোচনা, মতামত, পর্যবেক্ষণ, সুপারিশ ও ডিসেন্ট নোট কার্যবিবরণীতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ: ব্যাংকের বোর্ড সভায় বাংলাদেশ ব্যাংকের কোনো পর্যবেক্ষক উপস্থিত থাকলে, তার মতামতও সভার কার্যবিবরণীতে যুক্ত করতে হবে।
পূর্বের নির্দেশনা বহাল: বিআরপিডি সার্কুলার নং-০২ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।