সরকার ঘোষিত গেজেট অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আরও কঠোরভাবে বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে দেশের তফসিলি সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, মোট ২৪টি আর্থিক ও নাগরিক সেবা গ্রহণে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ব্যাংকে দাখিল করতে হবে। শুধু ঋণ বা আমানতের ক্ষেত্রেই নয়, জমি কেনাবেচা, ট্রেড লাইসেন্স, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, ডিস্ট্রিবিউটরশিপ, এমনকি শিশুকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক
১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করলে।
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হলে।
৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করলে।
৪. সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে।