সম্প্রতি পতিত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ছবিতে প্রভাবশালী সাবেক এ মন্ত্রীকে দেখা গেছে অনেকটা অস্বাভাবিক অবস্থায়। এই ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে মন্তব্য করেছেন জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের পূর্বের ও বর্তমানের দুটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।
পিনাকী তার পোস্টে লিখেছেন, ‘বেচারা তো কাদের যেন ঘাড় মটকে দিতে চেয়েছিল। এখন তো মনে হচ্ছে, নিজেরই ঘাড় মটকে গেছে। ওপরে হাসিনার মন্ত্রী থাকার টাইমের ছবি। নিচে পলায়নের বর্ষপূর্তির টাইমে।’
তিনি আরো বলেন, ‘বাকশালিরা কেমন শান্তিতে আছে, এটা এই ছবি দুটি দেখেই বোঝা যায়। ব্রাভো দেশবাসী। বাকশালিদের দৌড়ানির ওপরে রাখার জন্য।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।