চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা হতে অপহরণ ও চাঁদাবাজি মামলায় অভিযুক্ত প্রধান আসামী পলাতক মোঃ আরিফ’কে গ্রেফতার করেছে র্যাব।
গত মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭:১০ টার সময় চট্টগ্রাম র্যাব-৭ এর একটি আভিযানিক দল পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জনা যায়, চট্টগ্রাম র্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চট্টগ্রাম জেলার পটিয়া থানার মামালা নং-২০, তারিখ-২৭ জানুয়ারী ২০২৫ই, ধারা-৩৬৫/৩৮৭/৩৪, পেনাল কোড ১৮৬০ মামলার অভিযুক্ত প্রধান পলাতক আসামী মোঃ আরিফ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ (৩৮)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ (৩৮), পিতা-আহম্মেদ ছফা, সাং-হুলাইন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
আসামী মোঃ আরিফ (৩৮)-কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে র্যাব।