মুন্সিগঞ্জের ধলাগাঁও পাইকারি বাজারে বিভিন্ন রকম শীতকালীন সবজিতে সয়লাব। সরবারহ বাড়ার কারনে দামও কমেছে কেজিতে ৫-২০ টাকা পর্যন্ত।হাটের কদরও অনেক বেশি বিষমুক্ত সতেজ টাটকা সবজির জন্য।সবজি নিয়ে আসেন কৃষকরা খেত থেকে সরাসরি।
মুন্সিগঞ্জের ধলাগাঁও এই বাজারে প্রতি কেজি ফুলকপি ১০ থেকে ৩৫ টাকা (প্রতি পিস), শিম ৪০ থেকে ৪৫ টাকা, নতুন লাউ ৩০ থেকে ৪৫ টাকা (প্রতি পিস), মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা (প্রতি পিস), বেগুন ২৫ থেকে ৩০ টাকা, পুঁইশাক ১০ থেকে ১২ টাকা, লালশাক ১২ থেকে ১৫ টাকা, মূলা ১৪ থেকে ১৫ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা, টমেটো ৪০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৪৫ টাকা, জলপাই ১৮ থেকে ২০ টাকা, আলু ১৮ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মুন্সিগঞ্জের এই সবজি রপ্তানি করছে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
মুন্সিগঞ্জ ধলাগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর ব্যাপারী বলেছেন, বৃষ্টি হওয়াতে আমাদের খুবই ক্ষতি হয়ে গেছে। সকল সবজি নষ্ট হয়ে গেছে।







