১৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ ধরা পড়েছে সুন্দরবন সংলগ্ন বঙ্গপসাগরে জেলেদের জালে। ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতারণ কেন্দ্রে উন্মুক্ত ডাকে। বিভিন্ন স্থান থেকে মাছটিকে এক নজর দেখার জন্য ছুটে আসে।
মাছটি ক্রয় করেন জাহিদ শেখ নামে এক মাছ ব্যবসায়ী। মাছটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস। মাঝে মাঝেই এই প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় মাছ এই প্রথম আমাদের জালে উঠেছে।
মাছের ক্রেতা জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।







