রাউজানের কদলপুরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মিসবাহকে আর বাঁচানো গেল না। চার ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে আনুমানিক বিকেল তিনটার দিকে জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের খোলা গর্তে অসাবধানতাবশত পড়ে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গর্তটি অত্যন্ত সরু ও গভীর হওয়ায় মুহূর্তেই সে নিচে তলিয়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সামশুল আলম জানান, “গর্তটি অত্যন্ত গভীর ও সরু ছিল, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা সর্বোচ্চ সতর্কতা এবং সংবেদনশীলতার সাথে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাই। দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।”
উদ্ধার করার মিসবাহকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় পুরো জয়নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই ধরণের খোলা গর্ত বা অরক্ষিত নলকূপের মুখ ঢেকে রাখার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।
প্রদা/ডিও







