চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১০টা ৩০ মিনিটে থানাধীন চৌধুরী বিল সংলগ্ন আজিজুল আবাসিক এলাকার একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) দিক-নির্দেশনায় এসআই শওকত ইমামের নেতৃত্বে একটি টিম এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে এসআই শওকতকে সহযোগিতা করেন এএসআই জয়নাল আবেদীন, এএসআই রুবেল পাটোয়ারী ও এএসআই মোহাম্মদ ইউসুফ আলীসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১ বান্ডেল তাস এবং নগদ ৫৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. ইমরান হোসেন (২৫) ২. মো. মহিউদ্দিন (৩১) ৩. মো. রশিদুন্নবী রশিদ (৪৫) ৪. মো. শাকিল (২৫) ৫. শায়ন মিত্র (২৪) ৬. মো. নোমান (৩০) ৭. মো. সোহেল (৩২)
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে মালামাল জব্দ করার পর আসামিদের থানায় নিয়ে আসা হয়। আজ (শুক্রবার) গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রদা/ডিও







