ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনানি শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের জন্য বড় ধরনের আর্থিক ও আবাসিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান। সরকারের এই উদ্যোগের আওতায় হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়ায় একটি ফ্ল্যাট প্রদানের পাশাপাশি জীবন-জীবিকা নির্বাহের জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
অর্থ উপদেষ্টা জানান, শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের জন্য প্রধানত দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা তাদের জন্য একটি ফ্ল্যাট বা স্থায়ী আবাসনের সংস্থানে ব্যয় হবে।
দ্বিতীয়ত, প্রধান উপদেষ্টার বিশেষ তহবিল থেকে আরও ১ কোটি টাকা প্রদান করা হবে, যা পরিবারটির দৈনন্দিন জীবন ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খরচ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত সরকারি ‘দোয়েল টাওয়ারে’ ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সেটি সুসজ্জিত করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এই অনুদান অনুমোদন করেছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে এই ব্যয় নির্বাহ করা হবে এবং ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে যাবতীয় সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করা হবে। শহীদ পরিবারের সদস্য হিসেবে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত সাপেক্ষে এই বরাদ্দ কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে শরীফ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মিশনে কূটনৈতিক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। হাদির পরিবারের প্রতি সরকারের এই বিশেষ সহমর্মিতা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় সম্মানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সচিবালয়ের ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ছাড়াও সরকারের অন্যান্য নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রদা/ডিও





