চট্টগ্রামের মাদারবাড়ী ও মোহরা এলাকার বিভিন্ন স্থানে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রাম সূত্রে এ তথ্য জানা গেছে।
পিডিবি জানিয়েছে, ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদারবাড়ী কে/০১ (সম্পূর্ণ) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় রিয়াজউদ্দিন বাজার, জলসা মার্কেট, সি.ডি.এ হকার্স মার্কেট, আমাকুমণ্ডি লেইন, রয়েল টাওয়ার, গোলাম রসুল মার্কেট, কাদের প্লাজা, মুরগী হাটা, আর এস খালেদ রোড, রফিক উদ্দিন ছিদ্দিক রোড, ইলেকট্রিক গলি, রহমতুর নেয়া রোড, জেবুনেসা রোড, জুওলী রোডের আংশিক অংশ এবং চৈতন্য গলিতে বিদ্যুৎ থাকবে না।
এদিনই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাদারবাড়ী বি/১৫ (সম্পূর্ণ) এলাকার মোগলটুলী বাজারের পূর্ব পার্শ্ব, বার কোয়ার্টার থেকে পশ্চিম মাদারবাড়ী, মুর্গী চাদ মসজিদ লেইন, আলম হোটেল এলাকা, প্রগতি বেকারী এলাকা, কমার্স কলেজের পূর্ব পাশ থেকে পশ্চিম মাদারবাড়ী, এয়ার আলী মসজিদ লেইন, নাজির পোলের আংশিক অংশ, মতিয়ার পোল ও মাছ বাজার গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১৭ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মাদারবাড়ী কে/০৭ (সম্পূর্ণ) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মাওলানা আক্তার শাহ লেইনের আংশিক অংশ, কাশেম দত্ত লেইন, পূর্ব মাদারবাড়ী জামে মসজিদ, জাব্বার সওদাগর লেইন, সেবক কলোনী, মাদারবাড়ী রেল গেইট, ওমর কলোনী, মরিচা পাড়া রেলওয়ে কলোনী, আইচ ফ্যাক্টরী রোড, কলেজিয়েট স্কুল, সিটি কলেজ, নিউ মার্কেট মোড় থেকে অফিস এলাকা, নুপুর মার্কেট, দূরবী গলি, কাপড়ের গলি, ফল গলি ও পাখি গলির আংশিক অংশসহ প্যারামাউন্ট সিটি ও রেল স্টেশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া একই দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারবাড়ী কে/০৪ (সম্পূর্ণ) এলাকার দক্ষিণ ও উত্তর নালাপাড়ার আংশিক অংশ, সেকান্দর মিয়ার বাড়ীর আংশিক অংশ, কবির মাঝির বাড়ী, মাদারবাড়ী বালিকা স্কুল, মাওলানা আক্তার শাহ লেইনের আংশিক অংশ, কামাল গেইট, মালুম মসজিদ, নয় মালুম লেইন, দারোগা হাট রোড, ধনী সওদাগর লেইন, নূরুল হক মাষ্টার লেইন ও কমান্ডার গলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এদিকে, মোহরা বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন ৩৩ কেভি মোহরা-সার্কিট-০১, ৩৩ কেভি মোহরা-অনন্যা-রিং সার্কিট, মোহরা-০২, অনন্যা-১০ ও মোহরা-১১ এলাকাতেও উল্লিখিত সময়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি কাজের স্বার্থে এই বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
প্রদা/ডিও






