চট্টগ্রাম জেলার পটিয়া থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্র জানায়, গত ১০ জানুয়ারি (শনিবার) মামলার প্রধান পলাতক আসামি শওকত হোসেন সিজান চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খাজা রোড এলাকায় অভিযান করে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামি শওকত হোসেন সিজান পটিয়া থানার দক্ষিণ ঘাটা গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রদা/ডিও






