মহামারি এবং অন্যান কারণে অনেক প্রবাসী দেশে, যে কারণে তিন মাসে কমেছে রেমিটেন্সের হার।
অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল তিন মাসে রেমিটেন্স কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে করে বলেন ,” রেমিটেন্স দেশে কেন কম এসেছে এখনও বলার সময় আসেনি। করোনার সময় অনেক প্রবাসী বাংলাদেশিরা দেশে এসেছেন। কিন্তু মহামারি করোনাসহ নানা কারণে তারা ঠিকমতো ফিরে যেতে পারেননি বলেই রেমিটেন্স কম এসেছে।
অর্থমন্ত্রী আরো জানান ” এখন প্রবাসীরা বিদেশে যাচ্ছে। সরকার এই বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। আশা করছি তিন মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। ২০২০ সালে ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। আশা করছি বছর শেষে ২২ থেকে ২৩ বিলিয়ন ডলার রেমিটেন্স আসবে। ”
ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যিয়াল সভায় তিনি এসব কথা বলেন।