রোববার সন্ধ্যায় (স্থানীয় সময়) কিউবা সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দ্বারা সংঘটিত এ অপরাধমূলক হামলার সময় ভেনেজুয়েলার অংশীদারদের অনুরোধে বিপ্লবী সশস্ত্র বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দায়িত্ব পালনকালে যুদ্ধ কার্যক্রমে ৩২ জন কিউবান প্রাণ হারিয়েছেন।
নিহতদের স্মরণে ৫ ও ৬ জানুয়ারি কিউবায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জানাজা ও দাফন সংক্রান্ত কর্মসূচি পরে জানানো হবে বলে জানিয়েছে হাভানা।
প্রদা/ডিও






