শোকাবহ পরিবেশে পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শেষ বিদায়ের মধ্য দিয়ে সেখানে আনা হয় তাকে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ তারেক রহমানের গুলশানের বাসভবনে পৌঁছালে বাড়িটির সামনে শোকাহত নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে।
কিছু সময়ের জন্য তার মরদেহ সেখানে রাখা হবে, যাতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন।
প্রথমে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ নেওয়ার কথা থাকলেও তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।






