দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার-চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে।
রোববার (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা।
জানা গেছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্র হিন্দুবাদীদের একটি দল অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বিক্ষোভ করেন।
তারা হাইকমিশনের সামনে বাংলাদেশবিরোধী নানা স্লোগান দেন।ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করে জানায়, উগ্রবাদী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে করে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে অবস্থান নেয়। সেখানে তারা কিছু সময় ধরে বাংলাদেশবিরোধী উগ্র স্লোগান দিতে থাকে।
এ সময় তারা বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন।
কিছুক্ষণ পর তারা বাংলাদেশ হাউসের মূল ফটক এলাকা ত্যাগ করেন। বিক্ষোভ চলাকালে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন বলে সূত্র জানিয়েছে।
দিল্লির কূটনৈতিক এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে উগ্র হিন্দুবাদীরা বাংলাদেশ হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করতে পারল, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। হাইকমিশনের সামনে এ ধরনের বিক্ষোভের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৪ সালের দিকে চারদলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী সংগঠন বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল। তবে সে সময় পুলিশ হাইকমিশন এলাকা থেকে কিছুটা দূরেই তাদের আটকে দেয়। এবারের ঘটনায় তা দেখা যায়নি।
প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়। ওই ঘটনার জেরে উভয় দেশের হাইকমিশনারকে তলব করা হয়। এরপর থেকেই ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বিরাজ করছে।
প্রদা/ডিও