ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আরও তিন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁরা।
জানা গেছে, চট্টগ্রাম-১১ আসনের জন্য নাছিরুল আনোয়ার মানিক আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এছাড়া চট্টগ্রাম-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফা কামাল পাশা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি মনোনয়ন সংগ্রহ করেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে। অপর দিকে চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপি নেতা শহিদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১ আসনে প্রার্থী হতে তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি।
ত্রয়োদাশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি। কমিশনে দায়ের করা আপিল নিষ্পত্তির তারিখ ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।
এ নিয়ে তফসিল ঘোষণার পর থেকে চট্টগ্রামের ১৬ আসনে বিএনপি-জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্রসহ মিলে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৩১ জন প্রার্থী।
প্রদা/ডিও