বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। সূত্র মারফত এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের দুই দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
তবে হঠাৎ করে হাই কমিশনারকে তলব করার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রের বরাতে জানিয়েছে, মূলত ঢাকায় ভারতীয় মিশনের বাইরে গত কয়েকদিন ধরে যে বিক্ষোভ চলছে, তার প্রেক্ষিতেই এই তলব করা হয়েছে। বৈঠক শেষে বুধবার বিকেলেই হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।
প্রসঙ্গত, বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি বলেন, ‘ভারতকে স্পষ্ট ভাষায় জানাতে চাই, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, সম্ভাবনা, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানদের ওপর আস্থা রাখে না, আপনারা যেহেতু তাদের আশ্রয়–প্রশ্রয় দিচ্ছেন, আমরাও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’
এ বক্তব্যে প্রতিক্রিয়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দেন, ভারতের মূল ভূখণ্ড থেকে নর্থ-ইস্টকে [উত্তর-পূর্বাঞ্চল] বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারত থেকে বিচ্ছিন্ন করে উত্তর-পূর্বাঞ্চল দখলের বারবার আহ্বান বাংলাদেশের ‘হীন মানসিকতার’ প্রতিফলন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য শোনা যাচ্ছে। বাংলাদেশের জন্য এমনটা কল্পনা করাও ভুল।’
তিনি সতর্ক করে বলেন, ‘আমাদের উচিত দেশটিকে [বাংলাদেশ] সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে, ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে আমরা চুপ থাকব না।’
প্রদা/ডিও







