নগরের চান্দগাঁও থানার বিশেষ অভিযানে একনলা বন্দুকসহ মো. ইমন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় সন্ত্রাসী শহিদুল বুইশ্যা চক্রের অস্ত্রধারী সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বাড়ইপাড়া এলাকার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইমন হোসেন, নাটোর জেলার বরাইগ্রাম থানার জামাই দীঘা এলাকার ছফিনের বাড়ীর মৃত ফজলুর রহমানের ছেলে ও বর্তমানে নগরের বহদ্দারহাট বাড়ইপাড়ার একটি কলোনীতে থাকতেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়ইপাড়া এলাকার হাজী রমজান আলীর বাড়ির জামাল কলোনীতে অভিযান চালিয়ে ইমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। ইমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা করা হয়েছে। ইমনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
প্রদা/ডিও