চিরকুট লিখে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। তাঁর নাম ওমর ফারুক সুমন। তিনি আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশী ৫ নম্বর লেনের ১৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। সেখানে তিনি মামার বাসায় বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ঘটনার সময় বাসায় দুই ভাই ছাড়া আর কেউ ছিলেন না। সুমনের মামার পরিবার বর্তমানে তুরস্কে অবস্থান করছে।
পরে পরিবারের পক্ষ থেকে সুমনের মায়ের ফোনও না ধরায় বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে বাসায় খোঁজ নিতে বলেন। কলিং বেল বাজিয়েও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি বড় ভাইকে জানানো হয়। বড় ভাই দ্রুত বাসায় ফিরে দরজা খুলে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি লিখে গেছেন- ‘আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন’।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
প্রদা/ডিও





