উন্নত চিকিৎসার্থে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়েছে।
তার জন্য কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় না পৌঁছানোয় এ যাত্রা পেছানো হচ্ছে বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা শুরু করবেন।বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে তার লন্ডনে চিকিৎসা যাত্রা।খালেদা জিয়াকে লন্ডনে নিতে এরই মধ্যে সেখান থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন তার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকালেই তার ঢাকায় পৌঁছানোর কথা।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি গত মে মাসে একই এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন।
প্রদা/ডিও