চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) হাইকোর্টে আইনগত জটিলতা নিষ্পত্তি হওয়ার পর সেপ্টেম্বর মাসে ঘোষিত বর্ধিত শুল্ক হার পুনর্বহাল করেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তর থেকে জারি করা সার্কুলারে গতকাল রোববার জানানো হয়, পণ্য, জাহাজ এবং সংশ্লিষ্ট সেবার সব ধরনের বন্দর চার্জ এখন থেকে ২৯ অক্টোবর ২০২৫ তারিখের এসআরও নং ৪৩০-আইন/২০২৫ অনুযায়ী আদায় করা হবে।
২৫ নভেম্বর ২০২৫ হাইকোর্টের একটি বেঞ্চ, বর্ধিত শুল্ক বহালের বিরুদ্ধে একটি আপিলের নিষ্পত্তি করে, ফলে পূর্বের ৩০ দিনের স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে উঠে যায়।
আগে ১৪ সেপ্টেম্বর ২০২৫ সংবিধিবদ্ধ আদেশ বা এসআরও নং ৩৬৪-আইন/২০২৫-এর মাধ্যমে বর্ধিত শুল্কহার ঘোষণা করা হয় এবং পরদিন থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে অংশীজনদের তীব্র আপত্তির মুখে সিপিএ এক মাস সময় বাড়ায়। পরবর্তীতে ১৫ অক্টোবর নতুন হার কার্যকর করা হয়। এরপর একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ ৯ নভেম্বর নতুন শুল্কহার এক মাসের জন্য স্থগিত করেন।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে সিপিএ নিশ্চিত করেছে যে স্থগিতাদেশ আর বহাল নেই। ফলে সেপ্টেম্বরের সংবিধিবদ্ধ আদেশে নির্ধারিত বর্ধিত শুল্ক কাঠামো এখন বন্দর কার্যক্রমের সব খাতে প্রয়োগ করা যাবে।
এর আগে শিপিং এজেন্ট ও আমদানিকারকরা বাড়তি চার্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এতে লজিস্টিক ব্যয় বাড়বে এবং আমদানি পণ্যে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট শিল্পসংগঠনগুলো এখনও প্রতিক্রিয়া দেয়নি।
দেশের মোট সমুদ্রবাণিজ্যের ৯২ শতাংশের বেশি পণ্য পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বাড়তি শুল্ক হার সিপিএর রাজস্ব আয় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।