চলতি বছরের জুন, জুলাই ও আগস্টে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ছিল।
চলতি বছরের জুন, জুলাই ও আগস্টে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ছিল। তবে সেপ্টেম্বরে সূচকে নেতিবাচক রিটার্ন পরিলক্ষিত হয়েছে। গত আগস্টে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭৭ শতাংশ বাড়লেও সেপ্টেম্বর শেষে ৩ দশমিক ১৯ শতাংশ কমেছে। পাশাপাশি এক মাসের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৭ শতাংশ।
পুঁজিবাজার পর্যালোচনায় দেখা যায়, গত মে মাস শেষে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৬৩৮ পয়েন্টে। জুনে সূচকটি ২০০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এরপর জুলাইয়ে আরো ৬০৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৩ পয়েন্ট ও আগস্টে ১৫১ পয়েন্ট বেড়ে সূচকটি ৫ হাজার ৫৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সেপ্টেম্বর শেষে ডিএসইএক্স ১৭৮ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৬ পয়েন্টে নেমে আসে।
সেপ্টেম্বরে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ১১২ পয়েন্ট কমে ২ হাজার ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগস্ট শেষে যা ছিল ২ হাজার ১৯৪ পয়েন্ট। আর শরিয়াহ ইনডেক্স মাসের ব্যবধানে ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগস্ট শেষে যা ছিল ১ হাজার ২২৮ পয়েন্ট।
গত আগস্টে ডিএসইতে দৈনিক গড়ে ৯৩৯ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। যেখানে গত সেপ্টেম্বরে এটি কমে ৮৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। সে হিসাবে এক মাসের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন কমেছে ৬ দশমিক ৯৬ শতাংশ।
গত বছরের সেপ্টেম্বরে পুঁজিবাজারে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৭২ কোটি টাকা। এছাড়া অক্টোবরে ৩৬০ কোটি, নভেম্বরে ৫০৪ কোটি, ডিসেম্বরে ৪৩২ কোটি, এ বছরের জানুয়ারিতে ৩৬৬ কোটি, ফেব্রুয়ারিতে ৪৬৩ কোটি ৬০ লাখ, মার্চে ৪১৪ কোটি ৮০ লাখ, এপ্রিলে ৪০২ কোটি ৬০ লাখ, মে মাসে ৩২৯ কোটি ৪০ লাখ, জুনে ৩২৯ কোটি ৪০ লাখ ও জুলাইয়ে ৩২৯ কোটি ৪০ লাখ টাকা করে দৈনিক গড় লেনদেন হয়েছে।
আগস্টে দেশের পুঁজিবাজারে মূলধন কমেছে ৩ হাজার কোটি টাকা। গত আগস্টে বাজার মূলধন ছিল ৭ লাখ ২৮ হাজার কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে ৭ লাখ ২৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।
ডিএসইর পাশাপাশি দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ৩ দশমিক ২৭ শতাংশ কমে ১৫ হাজার ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে, গত আগস্ট শেষে যা ছিল ১৫ হাজার ৫৯০ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি মাসের ব্যবধানে ৩ দশমিক ৩৫ শতাংশ কমে ৯ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, গত আগস্টে যা ছিল ৯ হাজার ৫৮৬ পয়েন্ট।
প্রদা/ডিও