দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরে আগামীকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ টনের অধিক ওজনের ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, প্রাইম মুভার, ড্রাম ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
তবে আমদানি-রপ্তানি কাজে নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সেক্ষেত্রে এসব যানবাহনকে অবশ্যই নগরের আউটার রিং রোড ব্যবহার করতে হবে।
প্রদা/ডিও