রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মিশরের প্রতিষ্ঠান ‘ইআই নাসর কো. ফর ইন্টারমিডিয়েট কেমিক্যালস’ (এনসিআইসি) থেকে টিএসপি সার আমদানি করবে সরকার।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবটি নীতিগত অনুমোদন পায়।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, কৃষকদের কাছে ভর্তুকিমূল্যে সার সরবরাহের জন্য বিএডিসি প্রতি বছর জি-টু-জি ভিত্তিতে টিএসপি, ডিএপি ও এমওপিসহ নন-ইউরিয়া প্রায় ৩০ লাখ মেট্রিক টন সার আমদানি করে। তারপরও অনেক সময় ঘাটতি দেখা দেয়। এজন্য নতুন উৎস হিসেবে মিশর থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থাপিত প্রস্তাবে বলা হয়, মিশরের এই কোম্পানি থেকে তুলনামূলক কম দামে সার পাওয়া যাবে। আন্তর্জাতিক বাজারের তুলনায় প্রতি টনে ৭ ডলার ছাড় দেবে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিএডিসি সৌদি আরব, মরক্কো, তিউনিশিয়া, কানাডা, রাশিয়া, বেলারুশ, চীন, মালয়েশিয়া ও জর্ডানের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি করে থাকে। তবে তিউনিশিয়ার সঙ্গে চুক্তি থাকলেও প্রতি লটের পরিমাণ মাত্র ২৫ হাজার মেট্রিক টন এবং তারা নিয়মিত সরবরাহ করতে পারছে না। এ কারণে মিশরকে নতুন উৎস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার আমদানিকে ঝুঁকিমুক্ত রাখতে বিভিন্ন দেশের সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি মিশরের সরকারি প্রতিষ্ঠান থেকে টিএসপি আমদানির ব্যবস্থা করা হবে।”
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির মাধ্যমে প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকার এলটিআর (লোন এগেইনেস্ট ট্রাস্ট রিসিপ্ট) ঋণের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি করা হয়।
প্রদা/ডিও