সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে অর্থ জালিয়াতি ও পাচারের মামলায় ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোকাররম হোসেন বিষয়টি টিবিএসকে নিশ্চিত করে বলেন, ‘আমরা গত বৃহস্পতিবার আবেদনটি দাখিল করি। আজকের শুনানির পর আদালত সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারি করার আবেদন মঞ্জুর করেছেন।’
আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগমুহূর্তে তিনি স্ত্রী-পরিবারকে নিয়ে লন্ডনে পাড়ি জমান।
প্রদা/ডিও