এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি লিটন দাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিতলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে, আর হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে। এদিকে, সোমবার রাতে জমজমাট ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। এটা শ্রীলংকার দ্বিতীয় জয়। হংকং টানা তিন ম্যাচ হেরে বিদায় নিয়েছে।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও পরের ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশ। আফগানরাও হংকংকে হারিয়ে শুভসূচনা করে। সোমবার শ্রীলংকার কাছে হেরে বিদায় নিয়েছে হংকং। এখন শ্রীলংকা (৪ পয়েন্ট), বাংলাদেশ (২ পয়েন্ট) ও আফগানিস্তানের (২ পয়েন্ট) মধ্যে দুটি উঠবে সুপার ফোরে। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। আজ বাংলাদেশ হারলে সুপার ফোরে উঠে যাবে শ্রীলংকা ও আফগানিস্তান।
সোমবার ‘এ’ গ্রুপ ম্যাচে ওমানকে ৪২ রানে হারিয়েছে আরব আমিরাত। তাদের ১৭২ রানের জবাবে ওমান ১৩০ রানে গুটিয়ে যায়। দুবাইতে পরের ম্যাচে হারেলও শ্রীলংকাকে যথেষ্ট ভুগিয়েছে হংকং। আগে ব্যাটিং করে তারা ৪ উইকেটে ১৪৯ রান তোলে। নিজাকাত খান ৩৮ বলে ৫২ ও আনসি রাথ ৪৬ বলে ৪৮ রান করেন। জবাব দিতে নেমে লংকানরা ৬ উইকেট হারালেও পাথুম নিশাঙ্কার ব্যাটে (৪৪ বলে ৬৮) ঠিকই জয় তুলে নেয়। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ বলে ২০ রানের ইনিংস খেলে লংকানদের চিন্তামুক্ত করেন। যদিও হংকংয়ের ফিল্ডাররা ছয় ছয়টি ক্যাচ না ছাড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।