চট্টগ্রামের হালিশহর, কালুরঘাট ও বায়েজিদ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গার্মেন্টস ও অন্যান্য উৎপাদনমুখী শিল্পে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দিনে গড়ে ৪-৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনেক কারখানায় উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে গেছে।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির একাধিক সদস্য জানান, ‘বিদ্যুৎ সংকটের কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি আদেশ প্রস্তুত করা যাচ্ছে না। এতে করে বিদেশি ক্রেতাদের আস্থা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।’
শ্রমিকদের মধ্যেও দেখা দিয়েছে চরম উদ্বেগ। অনেক কারখানায় ওভারটাইম বন্ধ থাকায় বেতন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জ্বালানি ঘাটতির কারণে সাময়িক এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
প্রদা/ডিও