সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে নেয়ায় স্বাগতিক দলের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার সুযোগ এসেছে।
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে নেয়ায় স্বাগতিক দলের সামনে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয়ার সুযোগ এসেছে। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ।
সিলেট প্রথম ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারায় বাংলাদেশ। ১৩৮ রানের টার্গেটটা ৩৯ বল হাতে রেখে ছুঁয়েছে স্বাগতিক দল। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং—তিন বিভাগেই নিখুঁত পারফর্ম করে লাল-সবুজ জার্সিধারীরা। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায় তারা। আজ সিরিজটা ২-০ করার সুযোগ এসেছে লিটনদের সামনে।
এশিয়া কাপের প্রস্তুতি নিয়েই ডাচদের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।
প্রদা/ডিও