ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে।
ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সয়াবিন তেলের ধারাবাহিক দরপতন বাজারে পাম অয়েলের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্র-চীন সম্ভাব্য বাণিজ্য আলোচনার দিকেও সতর্ক নজর রাখছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে নভেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম কমেছে ২৬ রিঙ্গিত বা দশমিক ৫৮ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৪ হাজার ৪৬২ রিঙ্গিতে (১ হাজার ৬১ ডলার ১২ সেন্ট)।
যদিও ব্যবসায়ীরা জানিয়েছেন, মালয়েশিয়ায় সীমিত উৎপাদন ও রফতানি চাহিদা বেশি থাকায় গতকাল মালয়েশীয় পাম অয়েলের উল্লেখযোগ্য দরপতন হয়নি। এ সময় ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জ (ডিসিই) ও শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন ও পাম অয়েলের দাম যথাক্রমে দশমিক ৪৮ ও দশমিক ৮ শতাংশ কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের টেকনিক্যাল অ্যানালিস্ট ওয়াং তাও বলেন, ‘পাম অয়েলের দাম টনপ্রতি ৪ হাজার ৪৫৫ রিঙ্গিতে পৌঁছতে পারে। এরপর পুনরায় তা টনে ৪ হাজার ৪২১ রিঙ্গিতে নেমে আসতে পারে।’
প্রদা/ডিও