এতদ্বারা সম্মানিত নগরবাসীকে অবগত যাচ্ছে যে, নগরীর আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে আগামী ১৬ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ রোজ শনিবার হতে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত র্যালি ও ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠু চলাচলের জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ।
ডাইভারশন পয়েন্টঃ কে বি আবদুস সাত্তার রোডের মুখ হতে গুডস হিল, চেরাগী পাহাড়, বৌদ্ধ মন্দির, সিনেমা প্যালেস ও দারুল উলুম রোড়ের সংযোগ স্থলে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে । ফলে উক্ত রোড় সমূহে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ।
র্যালি চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণঃ নগরীর আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে আগামী ১৬ আগস্ট ২০২৫খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকা হতে বেলা ১৩.০০ ঘটিকা পর্যন্ত শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত র্যলীতে আগত দর্শনার্থীদের বহনকারী ট্রাকসহ অন্যান্য গাড়ি সমেত র্যালিটি জেএম সেন হল হতে আন্দরকিল্লা মোড়, বক্সিরহাট মোড়, লালদীঘির পাড়, সোনালী ব্যাংক মোড়, কোতোয়ালী থানা মোড়, নিউ মার্কেট , আমতল , রাইফেল ক্লাব, বোস ব্রাদার্স ( পুলিশ প্লাজা ), ডিসিহিল, বৌদ্ধ মন্দির, চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হল এ এসে শেষ হবে । উল্লেখিত রোডসমূহে ধর্মীয় র্যালী চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ।
নির্দেশনা সমূহ:
০১। আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার পরিহার করা।
০২। শোভাযাত্রায় কেউ ব্যাগ বা পোটলা নিয়ে প্রবেশ করতে পারবে না।
০৩। প্রত্যেক পূজামন্ডপে প্রবেশ এবং বাহিরের পৃথক পৃথক ব্যবস্থা রাখতে হবে। মন্ডপের প্রবেশ পথে আর্চওয়ে স্থাপন ও হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশী কার্যক্রম পরিচালনা করতে হবে।
০৪। প্রত্যেক মন্ডপে পর্যাপ্ত আলো ব্যবস্থা এবং বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে।
০৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ।
০৬। কোন অবস্থাতেই জনসমাগম না করা এবং মন্দিরাঙ্গনে জনসমাগম হয় এমন কোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে হবে।
০৭। স্বেচ্ছাসেবক সহজেই সনাক্ত করণের লক্ষ্যে একই ধরনের পোশাক/ ব্যাজ এবং আইডি কার্ড প্রদর্শনের ব্যবস্থা করা।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র্যালি’র সুষ্ঠু চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরবাসীকে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।