চট্টগ্রামে কাঁচাবাজারে নিম্নমুখী সবজির দাম। গত সপ্তাহে বৃষ্টি, শাকসবজি ও পচনশীল পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় কারণের দাম বাড়তি থাকলেও বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে বাজারগুলোতে সবজির দাম কমতে শুরু করে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের চকবাজার হাটবাজারে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, টমাটো বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০, গাজর ১২০ টাকায় যা ছিল ১৬০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঢেঁড়শ ৪০ টাকা, করলা ১০০ টাকা, যা ছিল ৫০ টাকা , বরবটি ৭০-৮০ টাকা, কচুরলতি ৭০ টাকা, লাউ ৫০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা, গত বাজারে ছিল ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
তবে মরিচের কেজি বিক্রয় হচ্ছে ২০০-২২০ টাকায়। মিষ্টিকুমড়ার কেজি ৩০ থেকে ৪০ টাকা। আলু ২০-৩০ টাকার মধ্যে আছে।
গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল খুচরায় কেজি ৯০ টাকা, এ সপ্তাহে ৯৫ টাকা, দেশি রসুন ১০ টাকা বেড়ে ১৫০ টাকায়, চায়না রসুন ২০ টাকা বেড়ে ২৬০ টাকায়, চায়না আদা ৬০ টাকা বেড়ে কেজি ২৬০ টাকা ও ভারতীয় আদা ৪০ টাকা বেড়ে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চট্টগ্রামে এ সপ্তাহে ফার্মের মুরগির ডিম ডজন ১০ টাকা বেড়ে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিম ৫ টাকা বেড়ে ২৪৫ টাকা ।
মুরগির দাম আগের মতই আছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম কেজিতে ৬০০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকায় বিক্রি হচ্ছে।
চকবাজারে ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকা, যা গত বাহারে ছিল ২৮০০ টাকা, লইট্যা মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, ফাইস্যা ২০০ টাকা, পোয়া ৩৮০ থেকে ৪০০ টাকা, কোরাল ৭০০ থেকে ৮০০ টাকা, রূপচান্দা ৫৫০ থেকে ৭০০-৮০০ টাকা তেলাপিয়া ২০০ থেকে ৩০০ টাকা, নাইলোটিকা ২২০ থেকে ২৮০ টাকা, পাঙ্গাশ মিলছে ২৩০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খুচরা বাজারে মুদিপণ্যের দাম অপরিবর্তিত আছে। প্রতিকেজি সাদা চিনি ১১৫ টাকা, খোলা সাদা চিনি ১১০ টাকা, প্রতি কেজি ছোট মসুর ডাল ১৬০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ থেকে ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা।