মার্কিন শুল্কের প্রভাব ও ইস্পাতের দুর্বল চাহিদার কারণে ইউরোপের ইস্পাত বাজারে মন্দা ভাব তীব্র হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, সস্তায় আমদানি ও মূল্যজনিত অস্থিরতার কারণে পণ্যটির বাজার পরিস্থিতি আরো জটিল হতে পারে।
মার্কিন শুল্কের প্রভাব ও ইস্পাতের দুর্বল চাহিদার কারণে ইউরোপের ইস্পাত বাজারে মন্দা ভাব তীব্র হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, সস্তায় আমদানি ও মূল্যজনিত অস্থিরতার কারণে পণ্যটির বাজার পরিস্থিতি আরো জটিল হতে পারে। বছরের বাকি সময়জুড়ে অনিশ্চয়তা আরো বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আর্সেলরমিত্তাল, আউটোকুম্পু ও অ্যাপেরাম তাদের ব্যবসায়িক ফলাফল প্রকাশ করেছে। আর্সেলরমিত্তালের আয় বাজার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলেও আউটোকুম্পু ও অ্যাপেরাম বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। তবে এ দুই কোম্পানি তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মুনাফা কমার আশঙ্কা করছে। এ ঘোষণার পর বৃহস্পতিবার লেনদেনের মধ্যে তাদের শেয়ারের দাম ৪-৫ শতাংশ কমে যায়।
স্পেনের এসেরিনক্স ও সুইডেনের এসএসএবি আগেই জানিয়েছিল যে তারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ইউরোপের অর্থনৈতিক দুর্বলতা ইস্পাত বাজারের ওপর চাপ তৈরি করছে এবং সামনের দিনে পরিস্থিতি আরো কঠিন হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের ফলে দেশটিতে রফতানি হওয়ার কথা ছিল এমন বিপুল পরিমাণ ইস্পাত এখন ইউরোপমুখী হতে পারে। এতে ইউরোপের বাজারে সরবরাহ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে দাম আরো কমে যেতে পারে এবং এশিয়ার সস্তা আমদানির সঙ্গে প্রতিযোগিতায় ইউরোপীয় ইস্পাত উৎপাদকরা বড় ধরনের চাপে পড়তে পারেন।