চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে সাড়ে ছয় কেজিরও বেশি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা দুবাই থেকে আসা ওই ফ্লাইটের এক যাত্রীর সিটের নিচ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা দামের স্বর্ণের ৫৬টি বার উদ্ধার করেছে।
চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল আজ (শনিবার) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের জানালার পাশের ৪ জে সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. বশির আহমদ।
তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। উদ্ধার স্বর্ণের বারের বাজারমূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।’’