২০২১-২২ অর্থবছরের বাজেটে দেশের উদ্যোক্তাদের ছাড়ের পর ছাড় দেওয়া হয়েছে। তবে ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনে আরও স্বচ্ছতা আনতে কিছু ক্ষেত্রে কঠোর শর্তও আরোপ করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে উৎসে অগ্রিম করের হার। ফলে করের বোঝা বাড়বে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর ওপর। ২০২১ সালের অর্থবিল ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
প্রথমেই দেখে নেওয়া যাক লেনদেনের বিষয়। এবারের অর্থবিলের ৩০ ধারায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো কোম্পানির লেনদেন ৫০ হাজার টাকার বেশি হলেই তা ব্যাংকিং চ্যানেলে করতে হবে। এতে সবচেয়ে বেশি ভুগবেন পুরান ঢাকার পাইকারি ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠান পুরান ঢাকার পাইকারি বাজার থেকে পণ্য কেনে। সেই বিল পরিশোধ করা হয় নগদ টাকায়। নতুন এই পরিবর্তনের ফলে পুরান ঢাকার ব্যবসায়ীদের এখন ব্যাংকিং চ্যানেলে টাকা নিতে হবে।