প্রতিদিন অনেকটাই মুখরিত থাকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ব্রাহ্মণবাড়িয়া মেঘনার তীরবর্তী আশুগঞ্জ ধান চালের বাজারটি ক্রেতা বিক্রেতাদের পদচারণায়।স্বস্তি প্রকাশ করেছেন শাপাশি চলতি মৌসুমে গ্রামাঞ্চলের কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পেয়ে অনেকটাই। তবে বাজারে ধানের ক্রয় মূল্যের সাথে চালের বিক্রয় মূল্যের ফারাক থাকায় অনেকটা হতাশা প্রকাশ করেছেন ধান ব্যাপারী ও মিল মালিকেরা। তবে খাদ্য বিভাগ বলছে, যথা সময়ে ধান-চালের ক্রয় অভিযানের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
বিপুল পরিমাণ ধান আসে খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের হাটে প্রতিদিন দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জ মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন অঞ্চল থেকে।
এতে করে প্রতিদিন কাক ডাকা ভোর থেকেই বাজারটি চাঙ্গা হয়ে ওঠে। বর্তমানে বাজারে চিকন ধান হিসেবে পরিচিত বিআর-২৮ ধান এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা এবং বিআর-২৯ ধান এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা এবং মোটা ইরি ধান বিক্রি হচ্ছে এক হাজার ১২০ টাকা থেকে এক হাজার ১৫০ টাকা দরে। চলতি মৌসুমে ধানের ন্যায্য দাম পেয়ে লাভবান হচ্ছেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা।
আবুল কাসেম নামে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার এক কৃষক বলেন, আগে ধানের দাম একটু কম ছিল এবছর দাম একটু ভালো। আমাদের ধানের দর বাড়িয়ে দিলে আগামীতে আরও বেশি ধান করবো।
অপর কৃষক দুলাল মিয়া বলেন, শুকনা ধান হাজার থেকে এক হাজার ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। যদি এই দাম থাকে তাহলে কৃষকদের জীবন বাঁচবে। আর ধানের দাম কমে গেলে কৃষকদের অনেক ক্ষতি হবে। তিনি বলেন, কামলাদের টাকা দিয়ে বেশি একটা লাভ হয় না। তাই আমরা চাই এমন দাম যেন সব সময় থাকে।
মিল মালিক জয়নাল বলেন, ধানের দাম বাড়তি। ধান থেকে চাল করে লাভ হয় না। তাই ১৬ আনা থেকে ১২ আনা মিল বন্ধ হয়ে গেছে। বাকীগুলো কোনো রকমভাবে টিকে আছে। যেভাবে ধান কিনছি আমরা ধানের আর চালের দামে পর্যায় পরছে না। ধান থেকে চাল তৈরি করে বিক্রি করতে গিয়ে চালের দাম অনেক কমে যায়। আমরা যারা মিলার তাদের কোনোদিকেই হিসেব মিলে না। পুরান ধানের দাম বেশি। যদি এটা সীমিত থাকতো তাহলে আমরা মিল চালাতে পারতাম।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীরনাথ চৌধুরী জানান, এ বছর এক হাজার ৮০ টাকা মণ দরে দুই হাজার ৭৩৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একই ভাবে ৪০ টাকা দরে ১৪ হাজার ৪২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। বর্তমানে ক্রয় অভিযান চলছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চলবে। আশা করছি এরমধ্যেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
কৃষি বিভাগ গত আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের আবাদকৃত ৫১ হাজার ৪৬৯ হেক্টর জমি থেকে দুই লাখ ৪৭ হাজার মেট্রিকটন ধান উৎপাদন করা হয়। যা থেকে ১লাখ ৩৬ হাজার ৫০৬ মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে