চামড়াজাত পণ্যের বিক্রি ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে। ক্রেতারা মান অনুযায়ী দামে সন্তুষ্ট। উদ্যোক্তারা গতবছরের চেয়ে এবার বিদেশি ক্রেতাও বেড়েছে বলে জানিয়েছেন।
জুতা, বেল্ট, বিভিন্ন ধরনের ব্যাগ, জ্যাকেট, ভিজিটিং কার্ড হোল্ডারসহ দরকারি অনুষঙ্গ মিলছে এসব স্টলে। চামড়া ও চামড়ার সঙ্গে বিভিন্ন কাঁচামালের ব্যবহারের কারণে কিংবা চামড়া প্রক্রিয়ার ভিন্ন পদ্ধতির কারণে দামেও রয়েছে ভিন্নতা।
প্যাভিলিয়নে আসা ক্রেতা-দর্শনার্থীরা বলেছেন, মেলায় বাংলাদেশের চামড়াজাত পণ্য পেয়ে খুবই খুশি হচ্ছি। আমাদের আঞ্চলিক চামড়ার পণ্যগুলো খুব সুন্দরভাবে এখানে প্রদর্শন করা হচ্ছে। তবে, যারা এই শিল্পে উদ্যোক্তা তাদের কারিগরি সহায়তা দরকার, প্রয়োজন ভালো পরামর্শ বলেও মত ক্রেতাদের। তাহলে পণ্যের মান আরও ভালো হওয়ার পাশাপাশি ভিন্নতাও আসবে বলে মনে করেন তারা।
উদ্যোক্তারা জানান, এসব নান্দনিক পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বাজারে টিকতেই নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করতে হয়। পাশাপাশি দেওয়া হচ্ছে বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তাও। তাই কিছুটা চ্যালেঞ্জ নিয়েই তাদের এই সেক্টরে টিকে থাকতে হচ্ছে।
অনেক দূরে থেকে সবাই এখানে পণ্য কিনতে আসছেন। যতটুকু আশা করেছিলাম ততটুকু খারাপও হচ্ছে না। আগারগাঁও এর সঙ্গে তুলনা করলে তো কোনো লাভ নেই। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপও হয়নি।
নারীদের ব্যবহার উপযোগী চামড়াজাত পণ্যই বেশি বিক্রি হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।