দেশের জন্য কি আসলেই তাদের দায়বদ্ধতার অভাব? তারা কি নিজেদের সেরাটা দিয়ে লড়ছেন না? যারা দিনের পর দিন দেশের পতাকাকে উঁচু করে ধরেছেন, তাদের এমন সব সমালোচনাও সহ্য করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমকে। চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা আর নানা কটু কথা রীতিমত কোণঠাসা করে রেখেছে মাহমুদউল্লাহ-মুশফিক-সাকিবদের।
ক্রিকেটাররা তাই আবেগী হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলন থেকে শুরু করে সব জায়গায়ই তাদের সেই আবেগের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।
সবার থেকে বেশি যেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দলের নেতা তিনি, সমালোচনার ঝড়টা তার ওপর দিয়েই যায় বেশি। তাই যেন একটু বেশিই আবেগী হয়ে পড়েছেন দলপতি। সংবাদ সম্মেলনে তো মুখ ফুটে বলেই ফেলেছিলেন, সমালোচনা আর ব্যঙ্গ বিদ্রুপ তাদেরও কষ্ট দেয়।তারাও রক্তে-মাংসে গড়া মানুষ। তাদেরও আবেগ অনুভূতি আছে। মাঠে খেলতে গিয়ে অনেক সময় সেই আবেগ অনুভূতিতে বাঁধ দিতে হয়।
এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজার সময় কান্না আর চেপে রাখতে পারলেন না বাংলাদেশ দলপতি। দুই হাত দিয়ে বারকয়েক চোখ মুছলেন। তাসকিন আহমেদের তো দুই গাল বেয়ে অঝোরে ঝরে পড়লো অশ্রু।