রুপালি ইলিশে সয়লাব পদ্মাপারে মুন্সীগঞ্জের মাওয়া আড়ত। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম সাপ্তাহিক ছুটির দিনেই এখানে ক্রেতাদের উপচেপড়া ভিড়।তবে দামেও যেন আগুন। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত।মাছ দেখে বেশ টাটকা মনে হচ্ছে। কিন্তু দাম বেশি হওয়ার কারণে এটি কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রেতারা। ইচ্ছে থাকার সত্ত্বেও ও অনেকেই মাছ না কিনে বাড়ি ফিরছেন।
এদিকে হাটের নানা সমস্যার কথা জানিয়ে স্থায়ী সমাধানের দাবি জানালেন আড়তদাররা। মুন্সীগঞ্জ মাওয়া মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানিয়েছেন, নভেম্বরের ৫ তারিখে উঠে যাওয়ার জন্য পদ্মা সেতু কর্তৃপক্ষ আমাদের ১৫ দিনের একটি নোটিশ দিয়েছে। আমরা এখন কোথায় যাব?
মুন্সীগঞ্জ মাওয়া মৎস্য আড়তের সভাপতি ছানা রঞ্জন দাস বলেছেন, জায়গা নেই এবং আমরা জায়গা পাচ্ছিও না। তাই সরকারের কাছে আবেদন আমাদের যেন সুব্যবস্থা করা হোক।
বাজারে পদ্মার প্রতি কেজি বড় ইলিশের দাম ১৩০০ থেকে ১৪০০ টাকা, এক কেজি ওজনের ইলিশ ১০০০ থেকে ১১০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ৬৫০ থেকে ৮০০ টাকা এবং ৪০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে ।