ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে টাইগাররা। বাংলাদেশের পরিবর্তে এবারের আসরে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ আজ (২৪ জানুয়ারি) এই খবরটি নিশ্চিত করেছে।
জানা গেছে, বিসিবিকে দেওয়া আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ শনিবার এই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বোর্ড সদস্যদের এক চিঠির মাধ্যমে জানিয়েছেন যে, বিসিবির উত্থাপিত দাবিগুলো আইসিসির বিদ্যমান নীতিমালার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে টুর্নামেন্টের মর্যাদা রক্ষার্থে এবং শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। এই চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে। মূলত নীতিগত বিরোধের কারণেই আইসিসি এই নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ডকে ইতিমধ্যে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে আইসিসি। তবে এই আকস্মিক সুযোগের বিষয়ে স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশের মতো একটি টেস্ট খেলুড়ে দেশের বাদ পড়া বিশ্ব ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রদা/ডিও







