চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিওং-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্রতিনিধিদল বন্দর পরিদর্শনকালে এই দুই পক্ষ যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
১০ সদস্যের প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করে এর অপারেশনাল কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন। এছাড়া তারা বন্দরের অন্যতম বৃহৎ প্রকল্প ‘বে টার্মিনাল’ এবং বাস্তবায়নাধীন ‘লালদিয়া কনটেইনার টার্মিনাল’ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি বন্দরের বর্তমান কর্মদক্ষতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে বন্দর চেয়ারম্যান বর্তমান সরকারের আমলে বন্দরের সাফল্য ও প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্রে (হাব) পরিণত করতে হলে মাল্টিমোডাল কানেক্টিভিটি এবং লজিস্টিক চেইনের উন্নয়ন অপরিহার্য। তিনি বন্দরের জন্য একটি আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং কারিগরি সহায়তায় এডিবির প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিওং চট্টগ্রাম বন্দরের গুরুত্ব স্বীকার করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই বন্দরের ভূমিকা অনস্বীকার্য। তিনি আশ্বাস দেন যে, কারিগরি পরামর্শ এবং প্রয়োজনীয় ঋণ সহায়তার মাধ্যমে এডিবি চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে নিবিড়ভাবে পাশে থাকবে।
বৈঠকে বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মো. মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের ফলে চট্টগ্রাম বন্দর আরও আধুনিক ও বিশ্বমানের হবে বলে আশা করা হচ্ছে।
প্রদা/ডিও







