চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ জানুয়ারি (শনিবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচলাইশ মডেল থানার এএসআই (নিঃ) মোহাম্মদ ইউসুফ আলী, এএসআই (নিঃ) জয়নাল আবেদীন এবং এএসআই রুবেল বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন ষোলশহর রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রীনভ্যালী আবাসিক এলাকা ও মসজিদ সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর থানার মৃত চিতু মিয়ার ছেলে মোঃ জলিল (৫১), কক্সবাজারের টেকনাফ থানার ফরিদ আহাম্মদের ছেলে মোঃ কামরুল (১৯) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার দররুজ্জামানের ছেলে মোঃ জমমত আলী (৩৫)। গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পাঁচলাইশ থানার ষোলশহর ও গ্রীনভ্যালী আবাসিক এলাকার বিভিন্ন কলোনিতে বসবাস করে আসছিলেন।
পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিএমপির অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
প্রদা/ডিও







