ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নতুন সময়সীমা নির্ধারণ করেন। এর আগে গত ৬ জানুয়ারি ডিবির পক্ষ থেকে ১৭ জনের বিরুদ্ধে একটি চার্জশিট জমা দেওয়া হয়েছিল।
তবে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সেই তদন্তে সন্তুষ্ট না হয়ে আদালতে নারাজি আবেদন দাখিল করেন, যার পরিপ্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি আদালত মামলাটি পুনরায় অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টন এলাকার বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথা ও কানে গুরুতর জখম হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হলে প্রাথমিক হত্যাচেষ্টা মামলাটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ হত্যা মামলায় রূপ নেয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলব এবং মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতেই সিআইডি এখন অধিকতর তদন্ত পরিচালনা করছে। ডিবি পুলিশের দেওয়া আগের চার্জশিটে সব আসামির নাম বা সঠিক মোটিভ উঠে আসেনি বলে বাদীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ফলে সিআইডির আসন্ন প্রতিবেদনটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ২৫ জানুয়ারির মধ্যে তদন্ত সংস্থাটি হাদি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইনকিলাব মঞ্চের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের নজর এখন আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে।
প্রদা/ডিও







