ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোররাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দৈনিক অর্থনীতিকে জানান, রাসেল ও তার স্ত্রী শামীমার বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল ও সাভার থানাসহ বিভিন্ন থানায় ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে রাসেলের বিরুদ্ধে রয়েছে ২৬৩টি এবং শামীমার বিরুদ্ধে রয়েছে ১২৮টি।
তিনি আরো বলেন, তাদের আদালতে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।
প্রদা/ডিও







