দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ যদি মনোনয়ন বাণিজ্যের অভিযোগ করেন, তা দুদক গুরুত্বসহকারে খতিয়ে দেখবে।
এদিন দুদক জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা ও কুড়িগ্রাম-২ সংসদীয় আসনের জাতীয় পার্টি প্রার্থী পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, পনির উদ্দিনকে মনোনয়ন পাইয়ে দিতে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ নিয়েছেন রাঙ্গা। একই অপরাধের কারণে পনির উদ্দিনকেও মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া, ৩ কোটি ৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৪২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
প্রদা/ডিও







