রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ের পার্শ্ববর্তী ভবনে গুলির ঘটনা ঘটেছে।
ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি তার নির্বাচনি অফিসে কোনো আক্রমণ নয় এবং রাজনৈতিক উদ্দেশ্য সংশ্লিষ্ট নয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন, মঙ্গলবার রাতে চাঁদা না পাওয়ায় দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘এটা গতকাল দুপুরের ঘটনা, আমি গতকাল রাতে জেনেছি। এটা আগে এনসিপির অফিস ছিল। দুই মাস আগে নভেম্বরে এনসিপির অফিস এখান থেকে চলে গেছে। এটা হচ্ছে একটা নির্মাণাধীন বিল্ডিং, সেই বিল্ডিংয়ে চাঁদাবাজরা এসেছিল। ওই বিল্ডার্সের এমডি এসে খুঁজে, তাকে না পেয়ে গুলি করে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেছেন, ‘বাড্ডায় ৩৮ নম্বর ওয়ার্ড এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গতকাল মঙ্গলবার গুলির ঘটনা ঘটেছে। এটি নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে আমাদের মনে হচ্ছে।’
প্রদা/ডিও






