দেশব্যাপী চলমান “ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে পাঁচলাইশ মডেল থানার অফিসারদের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযান থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামী দুই ছাত্রলীগ ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: সাগর নাথ (২৩), সে হাটহাজারী থানার বড় দীঘির পাড় এলাকার রুপাল চন্দ্র নাথের ছেলে ও অপর আরেকজন মোঃ ওমর ফারুক (৩৫) ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার মৃত মো: সিরাজের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, আজ ১৪ জানুয়ারি (বুধবারর) হাটহাজারী থানার বড়দিঘীর পাড় এলাকা হতে সাগর নাথ এবং বাকলিয়া থানার বলিরহাট এলাকা হতে মো: ওমর ফারুককে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাগর নাথের বিরুদ্ধে সিএমপি বায়েজিদ বোস্তামি থানায় সন্ত্রাস বিরোধী আইন ও স্পেশাল পাওয়ারস অ্যাক্টসহ বিভিন্ন ধারায় দুটি মামলা রয়েছে। মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান চলমান এবং সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
প্রদা/ডিও






