চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বউভাত অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় ফাতেমা বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি নিহত কনের নানি। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট-রামগড় সড়কের বাদামতলা এলাকায় ঘটে।
নিহত ফাতেমা বেগম ইছাখালী ইউনিয়নের বহদ্দার গ্রামের নুরুল মোস্তফার স্ত্রী। আহতদের মধ্যে ফাতেমার বোন সালেহা বেগম এবং তাদের আত্মীয় ফারিয়া ও তাহমিনা স্থানীয় বিএম হাসপাতালে ভর্তি রয়েছেন। বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিকাশ জানান, বেলা ৩টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মিরসরাইয়ের শান্তিরহাট এলাকা থেকে কনেপক্ষের প্রায় ১৪ জন যাত্রী নিয়ে একটি কালো রঙের মাইক্রোবাস হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ছেলের বাড়িতে ‘ওয়ালিমা’ অনুষ্ঠানে যাচ্ছিল। গাড়িটি অতিরিক্ত গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে পড়ে যায়।
পরিস্থিতি সংকটাপন্ন দেখে চালক ঘটনাস্থল থেকে লাফ দিয়ে পালিয়ে যান। নিয়ন্ত্রণহীন গাড়িটি রাস্তার পাশে থাকা ইদ্রিস মিয়া ও মোমিন মিয়ার দুটি বসতঘরে আঘাত করলে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই ফাতেমা বেগমের মৃত্যু ঘটে।
প্রতক্ষ্যদর্শী শাহজাহান নামের একজন ব্যক্তি জানান, “দুটি মাইক্রোবাস একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে আসছিল। হঠাৎ একটি গাড়ি সড়ক ছেড়ে নিচে নেমে যায়।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তিনি জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রদা/ডিও






