আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হওয়া ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারিত হবে। তরুণদের নিজস্ব রাজনৈতিক দল রয়েছে এবং নির্বাচনে তাদের অনেকে বিজয়ী হবেন বলে তিনি প্রত্যাশা প্রকাশ করেন। তিনি তরুণদের বড় স্বপ্ন দেখার এবং আগামীর নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
শিক্ষার উদ্দেশ্যকে কেন্দ্র করে তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থীর ভূমিকায় সীমাবদ্ধ থাকছে, যা সৃজনশীলতা দমন করছে। তিনি প্রশ্ন তোলেন, শিক্ষার্থীরা কেন শুধু চাকরি খুঁজবে, উদ্যোক্তা হওয়ার দিকে এগোবে না। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। কল্পনাশক্তি ও নতুন কিছু তৈরির সাহস শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিকশিত হওয়া জরুরি।”
দক্ষিণ এশিয়াকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে অঞ্চলের সম্ভাবনাগুলো কাজে লাগানো যায় না। তবে সঠিক শিক্ষা তরুণদের ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম হবে।
সম্মেলনে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এছাড়াও বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর ইউজিসি ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, গবেষক ও কূটনীতিকরা উপস্থিত থাকছেন।
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD