ইরানে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে দেশটিতে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় ইরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ জরুরি সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, দেশজুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র আকার ধারণ করছে এবং যেকোনো সময় তা সহিংস হয়ে উঠতে পারে। এতে গ্রেপ্তার, আহত হওয়া এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দূতাবাস জানায়, সম্ভাব্য সহিংসতা মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় সড়ক বন্ধ রয়েছে, গণপরিবহন ব্যাহত হচ্ছে এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছে। একই সঙ্গে ইরান থেকে আন্তর্জাতিক ফ্লাইট সীমিত বা বাতিল করা হয়েছে এবং একাধিক এয়ারলাইন ১৬ জানুয়ারি পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।
এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে দূতাবাস পরামর্শ দিয়েছে, সম্ভব হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে।
দূতাবাসের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিভ্রাটের জন্য প্রস্তুত থাকতে হবে, বিকল্প যোগাযোগব্যবস্থার পরিকল্পনা করতে হবে এবং যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে নিজ উদ্যোগে ইরান ছাড়ার ব্যবস্থা নিতে হবে। সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়, “এখনই ইরান ত্যাগ করুন।”
যারা আপাতত দেশ ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে দ্বৈত নাগরিকদের জন্য গুরুতর ঝুঁকির কথা পুনরায় উল্লেখ করেছে দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়, মার্কিন-ইরানি দ্বৈত নাগরিকদের ইরান ত্যাগের ক্ষেত্রে ইরানি পাসপোর্ট ব্যবহার করতে হবে, কারণ ইরান দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং তাদের শুধুমাত্র ইরানি নাগরিক হিসেবেই বিবেচনা করে।
এছাড়া মার্কিন নাগরিকদের জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার বা আটক হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি বলে সতর্ক করা হয়েছে। মার্কিন পাসপোর্ট প্রদর্শন বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন ইঙ্গিতই ইরানি কর্তৃপক্ষের কাছে কাউকে আটক করার জন্য যথেষ্ট কারণ হতে পারে বলেও জানানো হয়।
প্রদা/ডিও






