প্রদা/ডিও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানির তৃতীয় দিনের প্রথম ধাপে ২৪টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন ১৫টি আপিল মঞ্জুর, ৭টি নামঞ্জুর এবং ২টি আপিলের রায় অপেক্ষমাণ রাখা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়।
শুনানিতে খাগড়াছড়ি আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজার নামে থাকা একটি ক্রেডিট কার্ডে ২২ হাজার ৭০০ টাকা বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম-১১ আসনে একই দলের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের বিরুদ্ধে ৯৭ হাজার ৯৯১ টাকা ঋণ খেলাপির প্রমাণ পাওয়ায় তার মনোনয়নও বাতিল করা হয়। চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব থাকায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়। ফেনী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল প্রয়োজনীয় এক শতাংশ সমর্থনকারী দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া নাটোর-২ আসনে এনপিপির প্রার্থী জি এ এ মুবিন সরকারি চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। চট্টগ্রাম-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানার বিষয়ে ‘নট প্রেসড’ সিদ্ধান্ত দেওয়া হয়।
অন্যদিকে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নানের ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতার কারণে যুক্তিতর্ক শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। একইভাবে পাবনা-২ আসনে শুনানি স্থগিত থাকায় গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিনের মনোনয়নও আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে।
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD
Copyright © 2018-2025: Dainik Orthoniti II Design By : F.A.CREATIVE FIRM LTD